টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। এসময় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন, নগদ ১ হাজার ৩০ টাকা, মোবাইল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার উত্তর বেতডোবা এলাকার সুলতান মিয়ার ছেলে আনোয়ার হোসেন হাদু (৩৫)।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আনোয়ার হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর