ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উচ্চস্বরে সাউন্ড বাজানো শুরু করে। ওই সময় প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন