ঝিনাইদহের শৈলকুপায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে উত্তাল হয়ে উঠেছে। সেই সাথে চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা প্রতিনিয়ত মোটরসাইকেল শোডাউন, গণসংযোগসহ ভোটের জন্য ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি।
এরই অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিনুর রহমান বিপুল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
আজ শুক্রবার সকালে ফুলহরি ইউনিয়ন চত্বর থেকে কয়েক হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রা বের করে। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়কগুলি প্রদক্ষিণ করেন। এতে করে ইউনিয়নের সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। মোটরসাইকেল বহরে তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। মোটরসাইকেল, ভ্যান, নসিমন, করিমনসহ অন্যান্য যানবাহন যোগ দেয়। বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীদের নাচ ও শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা ইউনিয়ন।
বিডি প্রতিদিন/এএ