গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। শুক্রবার গাইবান্ধার ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, অবলম্বন ও জেলা মানবাধিকার ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু।
সমাবেশে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেতা সুফল হেমব্রম, বৃটিশ সরেন, প্রিসিলা মুর্মু ও তৃষ্ণা মুর্মু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই