পঞ্চমধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে গোপালগঞ্জ সদর উপজেলার কোনো ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না। কারণ এলাকার সব মানুষ নৌকার সমর্থক হওয়ায় স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম নির্বাচন উন্মুক্ত রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা পরিষদে স্ব-স্ব রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। বিকাল ৫টা পযর্ন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।আগামী ৫ জানুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতার কারণে ৬ ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। বাকি ১৫ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল