বাগেরহাটে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহম্মেদ।
আরও বক্তব্য রাখেন জাতীয় ট্রেজারার জাহানারা বেগম, সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহম্মেদ, খুলনা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার খালেদা বেগম ও বাগেরহাটের জেলা কমিশনার ফারহানা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই