বান্দরবান-রোয়াংছড়ি-রুমা সড়কের ৮ কিলোমিটার পয়েন্টে হানসামা পাড়ায় বেইলি ব্রিজের পরিবর্তে পিসি গার্ডার বিশিষ্ট পাকা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শুক্রবার সকালে সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
বান্দরবান সদর উপজেলা ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এবং বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোছলেহ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
বিভিন্ন সড়কে বেইলি ব্রিজের পরিবর্তে পাকা সেতু নির্মাণ কর্মসূচির আওতায় বান্দরবান সড়ক বিভাগ প্রায় ১০ কোটি টাকায় ৫০ মিটার দীর্ঘ ও সোয়া ১০ মিটার প্রশস্ত এই সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ২০২২ সালে সেতু নির্মাণ কাজ শেষ হলে পর্যটন সম্ভাবনাময় রোয়াংছড়ি এবং রুমায় যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই