নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল মজিদ মামুন বলেছেন,বলেছেন, ডাহিয়া ইউনিয়নে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকা এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস। নৌকা মানে জনগণের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, দেশের মর্যাদা বৃদ্ধি, সাম্প্রদায়িক শক্তির পিছু হঠা। নৌকার বিজয় মানে দেশ ও জনগণের বিজয়। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন ।
নৌকার প্রার্থী সিরাজুল মজিদ মামুন তার নির্বাচনী এলাকায় উঠান বৈঠক সভা সমাবেশ করে নির্বাচনী গণসংযোগ করছেন। এমনকি ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরছেন। এই ইউনিয়নে পুনরায় নৌকার বিজয়কে ধরে রাখতে সভা সমাবেশ ও গণসংযোগে যোগ দিচ্ছেন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/এএ