ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ওই স্বেচ্ছাসেবী মিলনমেলা ও ভালুকা বাজারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মিলনমেলায় দেশের ৫৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২শত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
এসময় সমাজসেবা ও রক্তদানে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকার সভাপতি এস.এম ফিরুজের সভাপতিত্বে ও শিক্ষক আজিম উদ্দিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব মোর্শেদ আলম, আলহাজ্ব হাতেম আলী খাঁন, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রহমান, দেলুয়ার হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান সুমন, সাইদুর রহমান, মোকসেদুর রহমান মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল