নাটোরে রনী হোসেন নামে এক কৃষকের শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রামপুর পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক রনী হোসেন জানান, তিন বিঘা জমিতে তিনি শীতকালীন সবজি শিমের আবাদ করেছেন। ইতিমধ্যে শিমগুলো বাজারজাত করার উপযোগী হয়েছে।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় শত্রুতাবসত দুর্বৃত্তরা প্রায় ১৬ শতাংশ জমির শিম গাছ কেটে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে কৃষক দাবি করেছেন। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল