বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে সখীপুরে ঐতিহাসিক বহেড়াতৈলে “বিজয় ‘৭১ সমাবেশ” অনুষ্ঠিত হবে। শনিবার সকালে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের সামনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বৃহত্তর ময়মনসিং সমন্বয় পরিষদের আয়োজনে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সমাবেশের সভাপতিত্ব করবেন সাবেক সচিব টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. খোন্দকার শওকত হোসেন। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব কৃষিবিদ দেওয়ান মাহবুবুর রহমান বাদল ( উপ-সচিব), স্থানীয় সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বৃহত্তর ময়মনসিং সমন্বয় পরিষদের সচিব প্রকৌশলী রাশেদুল হাসান শৈলী প্রমুখ। সমাবে উপস্থিত থাকবেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মহান মুক্তিযুদ্ধে ‘৭১ এর ১১ ডিসেম্বর কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে পাকিস্তানির হানাদার বাহিনীকে পরাজিত করে হানাদার মুক্ত হয় টাঙ্গাইল। চারদিকে ছড়িয়ে পরে বিজয় উল্লাস।
বিডি প্রতিদিন/এএ