লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করতে এসে বর রতন মিয়া (২০) গেলেন জেলহাজতে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১ টায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় বাল্য বিয়ের খবর শুনে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বরের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এসময় পুলিশ আসার খবর পেয়ে বরযাত্রী ও কনের বাবা পালিয়ে গেলেও গ্রাম পুলিশের হাতে আটক হন বর রতন মিয়া (২০)। সাজাপ্রাপ্ত বর রতন মিয়া পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, পশ্চিম সারডুবী এলাকায় বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্য বিবাহের আয়োজন করায় ঘটনাস্থলে অন্যান্যদের না পেয়ে শিশু বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বর রতন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে কনের বাবা ও মাকে উপজেলা নির্বাহী অফিসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
হাতীবান্ধা থানার পুলিশের উপ-সহকারী পরিদর্শক(এসআই) কমল জানান, শুক্রবার দুপুরে বর রতন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল