যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে ওই এলাকায় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবকের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক দুই যুবক হলেন নড়াইলের কালিয়া উপজেলার সরণখোলা গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও একই উপজেলঅর পুরুলিয়া গ্রামের হারিয়াস সরদরের ছেলে ইমরান হোসেন।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ বলেন, শুক্রবার সকালে বেনাপোলগামী একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলআরোহী দুই যুবকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের প্যান্টের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের দাম আনুমানিক ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর বিজিবি অধিনায়ক জানান, যশোর শহরের দড়াটানা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ওই দুইজন বেনাপোল যাচ্ছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের বার ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ