বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। জনগণের চাওয়া-পাওয়া চিন্তা করে রাজনীতি করতে হবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত এবং শহরকে আরও সমৃদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের সেই উদ্যোগ সফল করতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানান।
শুক্রবার বিকেলে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক রুমি (আওয়ামী লীগ প্রার্থী) ও ইউপি সদস্যদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
মজিবর রহমান মজনু বলেন, উন্নয়নের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট দিয়ে শাখারিয়া ইউনিয়নবাসী সঠিক সিদ্বান্ত গ্রহণ করেছেন। শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন কর্মসূচি সফল করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নসহ মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধমুক্ত ইউনিয়ন গঠনে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
বারুইপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখারিয়া ইউনিয়ন নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ইয়াকুব আলী সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজি জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, বগুড়া জেলা পরিষদ সদস্য প্রভাষক মাহফুজা খানম লিপি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা।
উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু বাশার মানিক।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রেস্ট ও পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই