নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মাদারীপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের কাছে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। হানাদার মুক্ত হয় মাদারীপুর জেলা। যুদ্ধে শহীদ হন জেলার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু।
মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে। শহীদ বাচ্চুর কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রমুখ। মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভা এবং রাতে স্বাধীনতা অঙ্গনে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই