পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে সংরক্ষিত নারী সদস্য পদে তৃতীয় লিঙ্গের সাথী সরকার প্রার্থী হয়েছেন। চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ (৭, ৮ ও ৯ নম্বর) ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনের জন্য ৯ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এসময় তার সাথে বেশ কিছু শুভাকাঙ্খি ছিল। সাথী সরকার ইসবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিন্নাকুড়ী গ্রামের বাসিন্দা।
চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় সাথী সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় লিঙ্গের অধিকার দিয়েছেন। ভোটার করেছেন। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমিও সমাজের জন্য কিছু করতে চাই। দেশের নাগরিক হয়ে আমাদেরও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। তাই আমি মনোনয়নপত্র দাখিল করেছি। তবে আমাকে প্রার্থী হতে অনুরোধ করেছেন আমার এলাকার জনগণ।
চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে একজন তৃতীয় লিঙ্গের সাথী সরকার প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চিরিরবন্দর উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল