নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহর মাইজদীতে এক বণার্ঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা আঞ্চলিক শাখার উদ্দোগে নোয়াখালী আইনজীবি সমিতি মিলনায়তনে এডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের উপদেষ্টা এডভোকেট হামিদুল্যা, মানবাধিকার কমিশনের সুবর্ণচর উপজেলার সভাপতি এডভোকেট ওমর ফারুক, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট মোশারফ হোসেন মিরন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, এডভোকেট জহুরুল হক, এডভোকেট সিরাজ উদ্দিন, এডভোকেট এনাম হোসেন মঞ্জুর, জি.জি. এম. মাহবুব, আবদুর রহিম ও মজনু প্রমুখ। বক্তাগণ সমাজে নিরীহ নির্যাতিত নারী পুরুষদের আইনি সহায়তা ও জন্ম নিবন্ধনের ভোগান্তির বিষয়ে কাজ করার আহব্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল