ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কড়ইতলী এলাকা থেকে ভারতীয় কসমেটিকস পণ্যসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আবুল কালাম (৩২)। তিনি উপজেলার পশ্চিম কড়ইতলী এলাকার মৃত বাবর আলীর ছেলে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক ওবায়দুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় চোরাই পথে এক পাচারকারীর অবস্থান জানতে পারে পুলিশ। পরে তাদের অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে তাকে জিজ্ঞাসাবাদে ভারতীয় মালামাল থাকার বিষয়টি সে স্বীকার করে। পরে তার কাছে থাকা চোরাচালান পণ্যগুলো পুলিশ জব্দ করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই