জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। হাজার হাজার কর্মী যে ডাকের অপেক্ষায় আছে, সেই ডাক দিলে এমন আন্দোলন হবে, তাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিহত ফারুক হোসেনের বাড়িতে গিয়ে শুক্রবার রাতে স্বজনদের সাথে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গত মঙ্গলবার ছাত্রদল নেতা ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সরকারের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ আমরা এই পরিবারের খবর নিতে এসেছি। তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাজিদ হাসান বাবু, পার্থ দেব মন্ডল,মাহমুদুল হাসান বাপ্পি, দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন,মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এএ