মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার বিকালে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নীলফামারী থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হল নাটক ‘বায়োস্কোপ’। রচনা ও নির্দেশনায় ছিলেন আবদুল বারী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রত্না আক্তার, সামিউল ইসলাম, নিত্য রায়, শারজিদা আক্তার মীম, নাফিসা আনজুম ইভা, রুবাইয়া আনান অর্পি, বন্যা আক্তার, নুর জাহান মীম, ইসফাত তাওসিফ, মাশরাফি রহমান, আলী হুসাইন, শাশ্বত দাস, সিনথিয়া আক্তার, তাসনিম মৌমিতা, তৌফিক বিন খালেদ।
নাটকটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন নুরী জাহান। নাটককে নৃত্য পরিবেশন করেন তামান্না আক্তার। নাটক শেষে শিক্ষার্থী আর্নিকা কাওসার সোহানী বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন পর এমন আয়োজনে তারা অত্যন্ত আনন্দিত। তাদের প্রত্যাশা মাঝে মাঝে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এমন আয়োজন করা গেলে পড়াশোনার পাশাপাশি তরুণরা মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠবে সংস্কৃতির ছোঁয়ায়।
বিডি প্রতিদিন/আবু জাফর