যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের থেকে ১২টি স্বর্ণের বারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে ২১ বিজিবি। আটক কামরুল হাসান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
বিজিবি জানায়, শুক্রবার বিকালে পুটখালি মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২টি স্বর্ণের চালানসহ পাচারকারী কামরুলকে আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই-এলাহ জানান, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৯৫ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর