নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াার ১৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভাঙ্গা উপজেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা সরকারি কেএম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাহমুদা হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা জেলা মহিলা ফোরামের সভাপতি কোহিনুর আক্তার কনা, ভাঙ্গা তারেক মাসুদ ফাউন্ডেশনের আহবায়ক ও কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব সম্পা মাসুদ, সমাজকর্মী রেবা দত্ত, কে এম কলেজের বাংলা বিষয়ের শিক্ষক ঝুমুর দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন শিশির কুমার মন্ডল, বিপুল কুমার দাস, জয়া দাস প্রমুখ। এসময় বক্তারা নারী জাগরণে বেগম রোকেয়ার জীবন আদর্শ অনুসরনের আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে কুসংস্কার, নারী নির্যাতন, যৌতুক দূর করতে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ