পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বউ গাড়ীর (তিন চাকা বিশিষ্ট যান) চাপায় মাইসা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইসা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ছিল বলে জানা গেছে।
জানা যায়, শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্যবই খাতা নিয়ে ঘর থেকে বের হয়ে স্কুলের সামনে গেলে একটি বউ গাড়ির চাপা দেয় মাইসাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনার পরে সড়ক অবরোধ করে রাখে ওই বিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে শিক্ষার্থীদের এ ঘটনার বিচারের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। নিহত মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির বাড়ীর মিজান ফকিরের মেয়ে। মিজান পেশায় নার্সারির দিনমজুর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ