ফেনীতে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মাসুদ রানা।
চলতি বছরের শনিবার (১১ ডিসেম্বর) থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ জন শিশুকে ভিটামিন ' এ ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী খাওয়ানো শিশুদের একটি নীল রঙের ভিটামিন ' এ ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ