ফরিদপুরে জয়িতা পুরস্কার পেয়েছেন দেশসেরা পিয়াজ বীজ চাষী সাহিদা বেগম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে যে পাঁচজন নারীকে জয়িতা হিসাবে সম্মাননা দেওয়া হয় তার মধ্যে শহরের অম্বিকাপুর এলাকার বাসিন্দা, কৃষাণী সাহিদা বেগম অন্যতম।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। কৃষাণী সাহিদা বেগমকে অর্থনীতিকভাবে সাফল্য অর্জন করায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। সাহিদা বেগম দীর্ঘদিন ধরে পিয়াজ বীজ উৎপাদনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। শুধু ফরিদপুর জেলাই নয়, দেশের মধ্যে সবচেয়ে বেশি পিয়াজ বীজ উৎপাদন করে থাকেন তিনি। তার পিয়াজ বীজ দেশসেরা। সাহিদা বেগমের সাফল্য দেখে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের নারীরা পিয়াজ বীজসহ বিভিন্ন ফসল আবাদে উৎসাহিত হয়েছেন।
পিয়াজ বীজ চাষে সসফলতা পাওয়ায় গত বছর সাহিদা বেগম চ্যানেল আই কতৃক দেশসেরা কৃষাণীর পুরস্কার পেয়েছেন। এছাড়া সংগ্রামী নারী হিসাবে বিভিন্ন সংস্থা থেকে সাহিদা বেগমকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা