ভাঙ্গায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা বাজারের থানারোড সংলগ্ন লন্ডন হাউজ গলিতে। ব্যবসায়ীর নাম মো.মাইনদ্দিন ইসলাম (৩০)। তিনি একজন চাল ব্যবসায়ী।
জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় মো.মাইনদ্দিন ইসলামকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চাল ব্যবসায়ী মাইনদ্দিন ইসলামের বড় ভাই মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান থেকে বের হয়ে আমার ছোট ভাই ভাঙ্গা বাজারে আমাদের বাসায় ফিরছিল। বাসার কাছে পৌঁছালেই পিছন থেকে ওৎ পেতে থাকা দুই ব্যক্তি এলোপাথারী কুপিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। আমার ভাই বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আজ শনিবার দুপুর পর্যন্ত ভাঙ্গা থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা
নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ