দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা, পরিবহনে ছাত্র-শিক্ষকদের অর্ধেক ভাড়া এবং নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্ত করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ প্রণব বেপারী, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, রেজাউল করিম, শফিউল আজম এবং অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা, পরিবহনে ছাত্র-শিক্ষকদের অর্ধেক ভাড়া, নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা, সিনিয়র প্রভাষক পদের নাম পরিবর্তন করে সহকারী অধ্যাপক করা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ শিক্ষা জাতীয়করণের দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা