সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শনিবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কুমিল্লার মধুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদুল ইসলাম (২৩) ও জকপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (১৮)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৬শ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম