দিনাজপুরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিলকিস নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় তার স্বামী আলম মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বিলকিস (৩৫) দিনাজপুর শহরের পশ্চিম মিশন রোডের রেল কলোনি এলাকার মৃত নুরু মিয়ার মেয়ে। আটক মৃতের স্বামী আলম মিয়া একই এলাকার শাহজাহান প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধু বিলকিস আত্মহত্যা করেন।
দিনাজপুর রেলওয়ে পুলিশ পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া বলেন, পারিবারিক বিষয়ে বিলকিসের সঙ্গে তার স্বামীর মতবিরোধ চলছিল। সকালে পঞ্চগড়গামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামী আলম মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধুর ভাই বাদী হয়ে মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএম