ঝালকাঠিতে একটি স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়ে দেখলেন স্কুল তালাবদ্ধ। পরে এলাকাবাসীর কাছে খবর নিয়ে জানতে পারলেন এভাবে প্রায়ই স্কুল বন্ধ থাকে। কোনো দিন স্কুল খুললেও দুপুরের মধ্যেই ছুটি হয়ে যায়।
শনিবার দুপুর ২টায় এ ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদিয়ার রহমান জিপিএস প্রকল্পের অধিনে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে সদর উপজেলার রুপসিয়া, চারুখান ও শিরযুগ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরে তিনি দুপুর ২টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে সাথে নিয়ে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে স্কুল তালাবদ্ধ দেখতে পান। স্থানীয়দের সাথে কথা বলে তারা জানতে পারেন স্কুলটি প্রায়ই বন্ধ থাকে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে এক সহকর্মীর বিয়েতে গেছিলাম, পরে বিদ্যালয়ের অপর দুই শিক্ষক আমাকে না জানিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে। তাই সচিব স্যার গিয়ে স্কুল বন্ধ পেয়েছেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মিজানুর রহমান আমাকে কিছুই জানায়নি। বর্তমানে আমি ছুটিতে আছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্কুল বন্ধ থাকার কারণ তিনি জানেন না। এ ঘটনায় তিনি বিভাগীয় ব্যবস্থা নিবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদিয়ার রহমানকে ফোন করা হলে তিনি বলেন, ‘ঢাকা গিয়ে আমি আপনার সাথে কথা বলব’।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন