কুড়িগ্রামে ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের উদগিরণ মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। পরে অনুষ্ঠিত র্যালি শেষে স্বপ্নকুঁড়ি হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক এম এ মতিন।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, জেলা শিক্ষা অফিসার সামছুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে অনলাইন কুইজ ও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ৯ জনের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী কান্তজি রায় অনিক, আব্দুল্লা আল মারুফ, এস এম বোরহান ইসলাম, ফাহাদ হাসান খান তন্ময় ও আবু সায়েম সরকার, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের মাশরুকা জান্নাত অদ্রিতা, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আবু সিফাত নাঈম এবং কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী আল আমিন ও সুমন মিয়া।
বিডি প্রতিদিন/এএ