জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বুধবার সকালে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।