কক্সবাজারের টেকনাফ মহেশখালিয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি রাশেদুল ইসলাম প্রকাশ রাশেদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার পুলিশ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার পলাতক আসামী রাশেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম প্রকাশ রাশেদ এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই, রাহাজানী, সন্ত্রাসী, মারামারি ও সরকারী কর্মচারী হত্যাসহ ১০ মামলা রয়েছে। সে সদর ইউনিয়নের মহেশখালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ