দলীয় সিদ্ধান্ত না মেনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সদর থানাধীন ৫ জন, চন্দ্রগঞ্জ থানাধীন ১৪ জন ও সহযোগী সংগঠনের ৭ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শ্যামলকান্তি চক্রবর্তী ফটিক এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। সভায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নিজ নিজ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবুল মোল্লা, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগ সদস্য সাইফুল হাসান রনি, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম মাস্টার, ফজলুর রহমান ঢালী, মোক্তার হোসেন বিপ্লব, উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ফিরোজ মোহাম্মদ বাকি, সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভঅপতি নুরুল আমিন, হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সদস্য গোলজার মোহাম্মদ, দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবীউর রহমান মুকুল, মো. ইসমাইল হোসেন, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহসভাপতি মোশারফ হোসেন, সদস্য তিতু মিয়া টিটু। সহযোগী সংগঠনের মধ্যে লক্ষ্মীপুর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ ভূঁইয়া, দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কুশাখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুল করিম, কুশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মঞ্জু চৌধুরী, সদর থানা কৃষকলীগ যুগ্ম আহবায়ক মো: মোস্তাফিজুর রহমান (টুমচর)।
বিডি প্রতিদিন/এএ