নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ দিঘাপতিয়া বালিকা শিশু সদনের আশ্রিত এতিম বালিকা ও শিশু সদনের এতিমদের বিজয় দিবসের উপহার হিসেবে শীতের নতুন পোশাক জ্যাকেট দিয়েছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসক শামীম আহমেদ দিঘাপতিয়া বালিকা শিশু সদনে যান এবং সেখানে প্রায় ৭০ জন এতিম বালিকাদের প্রত্যেককে শীতের নতুন পোশাক জ্যাকেট সরবরাহ করেন। তিনি কয়েকজন শিশুকে নিজ হাতে শীতের পোশাক জ্যাকেট পড়িয়ে দেন।
একই সাথে তিনি বনবেলঘরিয়া শিশু সদনের শতাধিক এতিমদের মাঝেও এই শীতের নতুন পোশাক জ্যাকেট সরবরাহ করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালেহ আল ওয়াদুদ, বালিকা শিশু সদন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ