মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে ৫০ কিলোমিটার হাঁটলো জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদ রহমত উল্লাহ। বুধবার ভোর ৬টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে নওগাঁর উদ্দেশ্যে হাঁটা শুরু করে সে। দীর্ঘ ৫০ কিলোমিটার হেঁটে বিকেল ৪টায় গন্তব্যে পৌঁছায়।
সাদ রহমত উল্লাহ জানায়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে বিজয় লাভ করে। আমরা যারা নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রতিটা শিরা-উপশিরায় প্রবাহিত। মুক্তিযুদ্ধের ওই দিনগুলোর কথা মনে করে দেওয়ার জন্য পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি দিয়েছি। পথিমধ্যে যাদের সাথে দেখা হয়েছে চেষ্টা করেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দেয়ার।
বিডি প্রতিদিন/এএ