টাঙ্গাইলে কারাবন্দীদের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল কারাগারে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এই জেলাখানায় ১২৪৬ জন বন্দী রয়েছে, এর মধ্যে ৫২ জন নারী। আমরা সকল বন্দীদেরকে করোনা থেকে মুক্ত রাখতে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করছি। এনআইডি কার্ড ছাড়াই তারা টিকা দিতে পারবে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, সকলকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে আমরা কারাবন্দীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ