কক্সবাজারের টেকনাফের পশ্চিম লেদা নুরালী পাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী খালেক বাহিনীর সক্রিয় সদস্য মো. ইসলাম প্রকাশ ধইল্লাকে (২৮) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বুধবার সকালে হ্নীলা ইউপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেই একই এলাকার বাসিন্দা আব্দুর শুক্কুরের ছেলে। এপিবিএন পুলিশের দাবি গ্রেফতারকৃত সেই সন্ত্রাসী গ্রুপ খালেক বাহিনীর সক্রিয় সদস্য ।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের সহকারী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দরের নেতৃত্বে এপিবিএন পুলিশের একটিদল পশ্চিম লেদা নুরালী পাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ইমাম হত্যা মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য মো. ইসলাম প্রকাশ ধইল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় যার মামলা রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ