দিনাজপুরের বীরগঞ্জে দুই শতাধিক কলার গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এটি করা হয়েছে। বুধবার সকালে কলা বাগানের গাছগুলো কাটা অবস্থায় পড়েছিল।
জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাটির জের ধরে এ ঘটনা ঘটাতে পারেন বলে দাবি করেন কলা বাগান মালিক বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোগনগর মাদরাসা পাড়ার মো. নুর ইসলাম।
কলা বাগান মালিক মো. নুর ইসলাম বলেন, বাড়ি হতে প্রায় অর্ধ কিলোমিটার দূরে ২৫ শতক জমিতে কলার চারা রোপন করেছেন। বাগানে পানি দেওয়ান জন্য শ্যালো মেশিন বসানো হয়েছে। সেই শ্যালো দিয়ে জমিতে পানি দেওয়া নিয়ে কয়েকদিন পূর্বে প্রতিবেশি মো. আজাহারুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এরপর বুধবার সকালে কলা বাগানে গিয়ে দেখি কলা বাগানের প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। পুর্ব শক্রতার জের ধরে আজাহারুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। বিষয়টি বীরগঞ্জ থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহজাহান সাজু বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি রাতের আধারে কে বা কারা ঘটিয়েছে তা নিশ্চিত করা বলা যাবে না।
বিডি প্রতিদিন/এএম