মানুষের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা। শিক্ষাক্ষেত্রেও ইতোমধ্যে বাংলাদেশের দৃশ্যমান সাফল্য অস্বীকার করার সুযোগ নেই। শিক্ষার অগ্রযাত্রায় শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনের লক্ষ্যে নৈতিক ও মানবিক শিক্ষায় পরিবার ও শিক্ষকদের সচেতন থাকার আহবান জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।
বুধবার হলিল্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নগদ অর্থ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
হলিল্যান্ড কলেজ দিনাজপুরের সভাপতি প্রফেসর মো. আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর মো. জহির উদ্দিন, কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম