হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজবাড়িতে বৃদ্ধ শ্বশুরকে নৃশংসভাবে হত্যা করেন জামাই নজরুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এই জামাই নিজের অপরাধ স্বীকার করে বুধবার (১৫ ডিসেম্বর) আদালতে ১৬১ ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান।
হত্যাকাণ্ডের কারণ সর্ম্পকে ফেসবুকে এক বার্তায় ওসি জানান, শ্বশুরকে হত্যার পর ভিকটিমের জামাই থানায় আসেন মামলা করার জন্য। কিন্তু হত্যাটি রহস্যজনক এবং তার গতিবিধি দেখে সন্দেহ হয়। পরবর্তীতে জামাই নজরুল ইসলামকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মোকদ্দমা চলে আসছিল। জমি পুনরুদ্ধারে পরিকল্পনা মোতাবেক প্রতিপক্ষকে কোণঠাসা ও ঘায়েল করতেই নিজের শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে গলা ও হাত পা কেটে হত্যা করেন তিনি।
ওসি মো. শাহীনুজ্জামান খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সম্ভাব্য তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মেয়ের জামাই অভিযুক্ত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোন জামাইসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এরপর নজরুল ইসলামকে তাৎক্ষণিক গ্রেফতার করে থানা পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ