বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার বেলা পৌনে ৭টায় বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান মাল্যদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাল্যদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও সরকারি এসএম কলেজ, বালিকা বিদ্যালয়, ফায়ার সার্ভিস, টাউন মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্কাউটস, বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ মাল্যদান করেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন