১৬ ডিসেম্বর প্রত্যুষে পটুয়াখালী ডিসি স্কয়ারে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ম্যূরাল ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ারসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সর্ব সাধারণ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় সার্কিট হাউজ হতে বিজয় র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাড কাজী আবুল কাশেম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএম