ভোলার চরফ্যাশনে মহান বিজয় দিবসে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। ব্রজগোপাল টাউন হলে দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজনে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তৃতা দেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা পুলিশ বিভাগের সাবেক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজাদ শরিফ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, আবুল হাসেম মিয়া। পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা প্রসাশন থেকে উন্নতমানের খাবার ও উপহার সামগ্রী দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ