মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় শিতল হাওলাদার নামে এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছে। আহত শিতল মাদারীর শহরের পুরানবাজার এলাকার শাহিন হাওলাদারের ছেলে। শিতল চরমুগরিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
এই ঘটনায় আহত শিতলের বাবা শাহিন হাওলাদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র শিতলের সাথে সবুজ (১৫) নামে এক কিশোরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বিকেলে পুরানবাজার এলাকায় প্রকাশ্যে শিতলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের চাচা বিল্লাল হাওলাদার বলেন, সম্প্রতি সময় সবুজ এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। শনিবার আমার ভাতিজাকেও ওরা সংঘবদ্ধ হয়ে কুপিয়েছে। আমরা এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন