যশোরে সাব্বির (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির বাস টার্মিনাল সংলগ্ন শংকরপুর এলাকার আকবর আলীর ছেলে। তিনি একটি চায়ের দোকান চালাতেন।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে সাব্বির ও তার বন্ধুরা বাস টার্মিনাল এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন সেখানে গেলে সাথে সাথে সাব্বিরের সাথে থাকা অন্যরা পালিয়ে যান। সাব্বিরকে একা পেয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান সাব্বির।
এলাকাবাসী জানান, গত পৌরসভা নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করায় অপর পক্ষ সাব্বিরের ওপর ক্ষিপ্ত ছিল। আবার গত ২২ জুলাই রাতে একই এলাকায় শাওন নামে এক যুবক খুন হয়েছিলেন। এসবের কোন একটির সূত্র ধরেই সাব্বিরকে খুন করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।
যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরেই সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হত্যায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন