ফেনীতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাম্মেল হক বাহার।
রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। মনোনয়ন প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন-এন এন জীবন, আবুল কাশেম ও হাসানুল কবির টিসু।
তারা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোজাম্মেল হক বাহার। তিনি ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এই উপজেলার ৪টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই