বাবাকে সৎকার করে স্বামীর বাড়ি ফেরা হলো না মেয়ের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার গেট সংলগ্ন ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে তার মৃত্যু হয়। রবিবার বেলা সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি রানী দাস (৩০) নেত্রকোণার দূর্গাপুর উপজেলার কেরানখোলা গ্রামের কাঠমিস্ত্রি হারাধন চন্দ্র দাসের স্ত্রী।
জানা যায়, মনি রানীর বাবা শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের সুবল চন্দ্র দাস বয়স্কজনিত নানা রোগে গতকাল শনিবার মারা যান। পরে বাবাকে সৎকার করতে স্বামী ও তার কন্যা স্বর্ণা রানী দাসকে নিয়ে বাবার বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে বাবাকে সৎকার করে স্বামীর বাড়ি ফেরার সময় একই সাথে দুটি সিএনজি পরস্পরকে ওভার টেক করার সময় মোচড় খেয়ে ভিতর থেকে ছিঁটকে ময়মনসিংহগামী একটি ট্রাকের নিচে পড়ে যান মনি রানী। পরে পথচারীরা ও মনি রানীর স্বামী হারাধন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনি রানীর সাথে সিএনজিতে থাকা তার স্বামী ছাড়াও ফুফু সুষমা রানী দাস ও সপ্তম শ্রেণী পড়ুয়া একমাত্র কন্যা স্বর্ণা রানী দাসও ছিলেন। তারা সুস্থ রয়েছেন।
এসআই সোলায়মান হক ঘটনার সুরতহাল লিপিবদ্ধ করেন। এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও সড়ক আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল