নেত্রকোনায় সদর ও আটপাড়া উপজেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ১০জন ও আটপাড়া উপজেলার ৭ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ সময় দুই উপজেলার চেয়ারম্যানদ্বয় এবং নির্বাহী কর্মকর্তাগণসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফুল দিয়ে নবনির্বাচিত সকল চেয়ারম্যানদের শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল