গাজীপুরের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। রবিবার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, অনুষ্ঠানে গাজীপুর জেলার ৪৮ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। তাঁরা মুক্তিযুদ্ধকালীন নিজেদের অভিজ্ঞতালব্ধ গৌরবময় স্মৃতিগাঁথা মন্থন করেন। এসময় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ক্রেস্ট ও উপহার প্রদান করেন। অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম